সর্বশেষ আপডেটঃ
আমতলী প্রতিনিধিঃ(বিকেল ৫:৪৫)
বরগুনার জেলার আমতলী উপজেলায় হলদিয়া নামক স্থানে ব্রীজ ভেঙে ১৮ জন যাত্রীসহ একটি মাইক্রোবাস নদীতে পড়ে তলিয়ে যায়।তাৎক্ষনিক এলাকা বাসীর সহায়তায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনা স্থলে পৌছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।এই দুর্ঘটনায় দশজন মৃত্যুবরণ করেন। এখন পর্যন্ত চারজন নিখোঁজ থাকা খবর পাওয়া গেছে। নিহতদের মৃতদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে।
নিহতদের পরিচয়: ফাহমিদা ইসলাম রিমি (৪৫) - তক্তবুনিয়া
তাহিয়াত (৬) - শিবচর, মাদারীপুর।জাকিয়া (৩৫)
ফরিদা বেগম (৫৪) - শিবচর, মাদারীপুর।ফাতেমা বেগম (৪০) শিবচর, মাদারীপুর। রাইছি (২৫)- শিবচর, মাদারীপুর
সাহানাজ আক্তার মুন্নি (৪০) - মাদারীপুর।তাসপিয়া (১২)।
ঘটনার পর পরই স্থানীয় সংসদ সদস্য জনাব গোলাম সরোয়ার টুকু সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে আসেন ।এসময়ে জনতা এমপিকে কাছে পেয়ে এর জন্য দায়ীদের শাস্তি দাবী করেন এবং কান্নায় ভেঙে পরেন।এই হৃদয় বিদারক দৃশ্য দেখে এমপির কন্ঠও ভারি হয়ে যায় এবং এর সঠিক তদন্ত শেষে দোষীদের শাস্তির আশ্বাস দেন। তিনি সকল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মৃত্যুদের রুহের মাগফিরাত কামনা করেন।