পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালন।
আজ সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারে বিশ্ব গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে Knowledge on Agriculture and Climate Adaptive Technology বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভিসি প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ, চীফ রিসার্চার প্রফেসর ড. মাহবুব রব্বানী, ড. এমডি ইকতিয়ার উদ্দিন, প্রফেসর ড.আহমেদ পারভেজ ও ERM এর বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. মো সামসুজ্জোহা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রভাষক মো. আরিফুর রহমান। অনুষ্ঠানে ৩টি টেকনিক্যাল প্রজেন্টেশন উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারী স্মার্ট এগ্রিকালচার ও জলবায়ু অভিযোজন পদ্ধতির প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিন করে।
মানুষের জন্য ফাউন্ডেশন -এমজেএফ’র সহযোগিতায় ক্রিয়া প্রকল্পের মাধ্যমে বেসরকারী সংস্থা এনএসএস ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে পাথরঘাটার ক্রিয়া প্রকল্পের নারী চাষী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।