বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আমতলী ও তালতলী ‍উপজেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন।

নিজস্ব প্রতিবেদক:-‘স্বাস্থ্যের অধিকার নিশ্চিতে কাজ করি একসাথে’ এবারের স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বে-সরকারী উন্নয়ন সংস্থা এনএসএস এর উদ্যেগে বরগুনা জেলার আমতলী ও তালতলী উপজেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস -২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সংস্থার RMNCAH প্রকল্প আমতলী ও তালতলী উপজেলার প্রতিটি ইউনিয়নের আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় গর্ভবতী, দুগ্ধদানকারী মা, কিশোরী, শিক্ষক, ইউপি সদস্য এবং কমিউনিটির বিভিন্ন শ্রেনীর নারীরা অংশগ্রহন করেন। সভাগুলোতে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ আলোচনা করেন সংশ্লিষ্ট ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সেবাদানকারীগণ।

সভার শুরুতে দিবসটির গুরুত্ব সর্ম্পকে অংশগ্রহনকারীদের অবহিত করা হয়।কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের গৃহীত পদক্ষেপ ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের সেবাসমূহ সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহনকারীগণ স্বাস্থ্যসেবা গ্রহনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীগণ সেসব সমস্যা সমাধান করে উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আমতলী ও তালতলী উপজেলার ১৩টি ইউনিয়নে সভাগুলো অনুষ্ঠিত হয় এবং প্রায় ৭৮০ জন অংশগ্রহনকারী সভাগুলোতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

স্বত্ব © 2024 বিডি পোস্ট ৭১