রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গত বিশ বছরে জাতীয় পুরস্কার পাওয়া শিশুশিল্পীদের বেশির ভাগ শিশুর আর শিল্পী হয়ে ওঠা হয়নি

গত বিশ বছরে এদের বেশির ভাগ শিশুর আর শিল্পী হয়ে ওঠা হয়নি

শিশুশিল্পী হিসেবে এ পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার যাঁরা পেয়েছেন, তাঁদের বেশির ভাগই এখন সিনেমার সঙ্গে নেই। পুরস্কারপ্রাপ্ত সেসব ছবির নির্মাতা ও দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ছবির প্রিয়াঙ্কা, ‘দূরত্ব’ ছবির অমল, ‘প্রার্থনা’ ছবির যারা যারিব, ‘খণ্ডগল্প ৭১’–এর সেমন্তীসহ প্রায় ছয় শিশুশিল্পী এখন আর অভিনয়ে নিয়মিত নেই। যে দু–একজন আছেন, তাঁদের সুযোগের রয়েছে যথেষ্ঠ অভাব। সে রকম একজন হ‌ুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’ ছবির অভিনেতা হাসান ফেরদৌস মামুন। তিনি বলেন, ‘হ‌ুমায়ূন আহমেদ স্যারের ছবিতে অভিনয় করে ভেবেছিলাম, অনেকেই কাজে ডাকবে। কিন্তু সে রকম হয়নি। এখনো অভিনয় শিখছি, কিন্তু কেউ সেভাবে কাজে ডাকছে না। ’একটি বা দুটি ছবিতে অভিনয়ের পর শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আনন্দে আত্মহারা করেছিল তাদের। কিন্তু গত বিশ বছরে এদের বেশির ভাগ শিশুর আর শিল্পী হয়ে ওঠা হয়নি। হয়তো তাদের সুযোগ দেওয়া হয়নি, নয়তো পারিবারিক ও পারিপার্শ্বিক নানা কারণে তাদের আর অভিনয় করাই হয়নি।

কামরাঙ্গীরচরে মুদিদোকান চালান নুরুল ইসলাম বাবু। তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ ছবিতে আনোয়ার চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে বিশেষ শাখায় জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আরেক শিশু রাসেল ফরায়েজির খোঁজই পাওয়া যায়নি। প্রথম ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন দুজন। ভেবেছিলেন, পুরস্কার তাঁদের ভাগ্য বদলে দেবে। কিন্তু দুজনের কেউই পরে আর কোনো ছবিতে অভিনয়ের সুযোগ পাননি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

স্বত্ব © 2024 বিডি পোস্ট ৭১