রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সিজারিয়ান অপারেশনে নবজাতকের পিঠ কাটার অভিযোগ

 

বরগুনায় সিজারিয়ান অপারেশনে নবজাতকের পিঠ কাটার অভিযোগ

বরগুনার তালতলী উপজেলায় এক চিকিৎসকের বিরুদ্ধে সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পিঠ কেটে ফেলার অভিযোগ উঠেছে। চিকিৎসকের অবহেলায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করছেন স্বজনরা।

রোববার (২৮ জানুয়ারি) নবজাতক শিশুটির অভিভাবকরা সাংবাদিকদের কাছে অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করে বিষয়টি জানান।

প্রসূতির পরিবার সূত্রে জানা যায়, উপজেলা শহরের হোটেল ব্যবসায়ী ইব্রাহিম খলিল সোহাগের স্ত্রী লিপি আক্তার প্রসবকালীন ব্যথা নিয়ে গতকাল শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে হাসপাতাল সড়কের ‘দোয়েল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ভর্তি হন। পরে সন্ধ্যা ৬টার দিকে ওই ক্লিনিকের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. রুনা রহমান সিজারিয়ান অপারেশন করার সময় নবজাতকের পিঠ কেটে ফেলেন। এতে নবজাতক শিশুটি গুরুতর আহত হয়েছে।

নবজাতকের বাবা ইব্রাহিম খলিল সোহাগ বলেন, সিজারিয়ান অপারেশনের এক ঘণ্টা পরে (মেয়ে) শিশুটির গায়ে কাপড় পেঁচিয়ে আমার হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে শিশুটি অনবরত কান্না করতে থাকলে ওই সময় তার শরীরে রক্ত দেখতে পাই। পরে গায়ের কাপড় খুলে ডান বাহুর নিচে ছুরির আঘাতে কেটে যাওয়ার ক্ষত দেখতে পাই। বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষকে জানালে তারা কোনো সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে সাংবাদিকরা অভিযুক্ত চিকিৎসক রুনা রহমানের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

বরগুনা সিভিল সার্জন ডা. ফজলুল হক বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

স্বত্ব © 2024 বিডি পোস্ট ৭১