রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বতন্ত্র সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ৬২ জন স্বতন্ত্র প্রার্থী জিতেছেন ,আওয়ামী লীগ ২২৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, এ ছাড়া জাতীয় পার্টি ১১টি এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয়লাভ করে | আগামীকাল মঙ্গলবার দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে।

স্বতন্ত্র সংসদ সদস্যদের সংসদে ভূমিকা রাখার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার সন্ধ্যায় গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। সরকারপ্রধান বলেন, সরকারি দলের বাইরে যাঁরা থাকেন, তাঁদের অনেক সুবিধা থাকে। যেকোনো বিলের ওপরই কথা বলার সুযোগ থাকে। এখানে অনেক প্রবীণ সংসদ সদস্য আছেন, তার ওপর সরকার প্রতিবারই সংসদ নির্বাচনের পর ওরিয়েন্টেশন কোর্স করিয়ে থাকে। কাজেই এটাকে (সংসদ) অর্থবহ করা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

স্বত্ব © 2024 বিডি পোস্ট ৭১