রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্রোতের বিপরীতে হাঁটা সহজ ছিলোনা

 ‘স্রোতের বিপরীতে, উঁচু পাহাড়ে উঠতে কতটা দম লাগে তা আপনি ছাড়া কেউ ভালো জানে না’

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বতন্ত্র সংসদ সদস্যরা জাতীয় সংসদে সরকারের পক্ষে-বিপক্ষে ইচ্ছা অনুযায়ী অবস্থান নিতে পারবেন। তাঁরা দলীয় যে পদে আছেন সেই পদে থেকেই দলের জন্য কাজ করবেন। এতে কোনো অসুবিধা নেই। গতকাল রোববার গণভবনে জাতীয় সংসদে নবনির্বাচিত ৬২ জন সংসদ সদস্যের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বতন্ত্র সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে বরগুনা -১ আসনের মাননীয় সংসদ সদস্য, বরগুনার গণমানুষের অবিসংবাদিত নেতা গোলাম সরোয়ার টুকু বক্তব্য রাখেন। তিনি এসময় বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে এলাকা থেকে ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, আমি সেই এলাকা থেকে এবার জয়ী হয়েছি। আমি মনে করি, আপনি এখনো আমাদের এই এলাকার সংসদ সদস্য। আমি আপনার প্রতিনিধি মাত্র। আপনি যতদিন বেঁচে আছেন ততদিনই আপনি আমাদের সংসদ সদস্য থাকবেন’। সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু এসময় মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি নির্বাচনের আগে কথা দিয়েছিলেন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের। আপনি আপনার কথা রেখেছেন। এ জন্য আপনার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। বরগুনার মানুষের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ’। সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু এসময় আরো বলেন, প্রিয় আপা, স্রোতের বিপরীতে গিয়ে একটি নির্বাচনে জয়ী হওয়া কতটা কষ্টসাধ্য, উঁচু পাহাড়ে আরোহণ করতে কতটা দম প্রয়োজন সেটা আপনি ছাড়া কেউ আর ভালো জানেন না। কারণ, আপনি স্রোতের রিপরীতে হেঁটেই আজ এই সুউচ্চ উচ্চতায় আরোহণ করেছেন। আপনি সাহস দিয়েছেন, অনুমতি দিয়েছেন বলেই আমার পক্ষে এরকম দুঃসাহস দেখাতে পেরেছি’।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

স্বত্ব © 2024 বিডি পোস্ট ৭১