বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঁধে চড়ে স্মার্ট কার্ড নিলেন বীরেন্দ্র নাথ

 

সমসের আলীর (৯৬) হাতে স্মার্ট কার্ড তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম

কয়েক বছর আগেই হাঁটার ক্ষমতা হারিয়েছেন বীরেন্দ্র নাথ রায় (৭২)। স্ত্রীর ওপর ভর করেই চলাফেরা তাঁর। সরকার থেকে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড দেওয়া হবে, এমন খবরে রোববার সকালে বাড়ি থেকে ভ্যানে চড়ে আসেন তিনি।। ভ্যান থেকে নেমে স্ত্রীর কাঁধে চড়ে স্মার্ট কার্ড নিতে যান। বুথ থেকে স্মার্ট নিয়ে হাসি মুখে বাড়ি ফেরেন বীরেন্দ্র নাথ।

তিনি উপজেলার কাটলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হরিরামপুর গ্রামের বিপিন চন্দ্র রায়ের ছেলে। তিনি আগে কৃষি শ্রমিক ছিলেন। তাঁর একমাত্র ছেলে শ্যামল চন্দ্র রায়ও (৩০) শারীরিক দিক দিয়ে অসুস্থ। অসুস্থ স্বামীকে কাঁধে করে স্মার্ট কার্ড নিতে এসেছেন স্ত্রী গৌরী বালা

বীরেন্দ্র নাথ বলেন, ‘সরকার থাকি নাকি ব্যাবাক মানুষক স্মার্ট কার্ড দ্যাছে। এই কার্ড না নিলে নাকি হামরা সরকার থেকে কোনো সাহায্য পামো না। বাঁচমো কি মরমো, তাই কার্ডটা নিবার আইচি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

স্বত্ব © 2024 বিডি পোস্ট ৭১