রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরগুনার বামনা উপজেলার দীর্ঘদিন পলাতক দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার

 

 

বরগুনায় দীর্ঘদিন পলাতক দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার

বরগুনার বামনা উপজেলার দুর্ধর্ষ দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, হত্যাচেষ্টাসহ ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২৪-১১-২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল ইসলাম।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন— বামনা উপজেলার ঢুষখালী নামক এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. বেল্লাল(৩৩) ও  সোনাখালী এলাকার রত্তন খানের ছেলে মিলন খান(২৮)।

সূত্রে জানা যায়, একবছরেরও বেশি সময় ধরে পলাতক ছিলেন ওই দুই ডাকাত। বেল্লালের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে ১৫টি  একটি অস্ত্র মামলা, একটি হত্যাচেষ্টার মামলা এবং একটি চুরি মামলা রয়েছে .গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে ৫টি মামলায়।মিলন খানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে ৮টি। এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে ৪টি মামলায়।

ওসি মো. মাঈনুল ইসলাম বলেন, দীর্ঘ দিন ধরে বেল্লাল এবং মিলন পলাতক থেকে ডাকাতির সাথে যুক্ত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

স্বত্ব © 2024 বিডি পোস্ট ৭১