শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসনের ‘ভালো সময় এখন নয়’: জাতিসংঘ

গোয়েন লুইস বলেন, “এই মুহূর্তে মিয়ানমারের অনিরাপত্তা নিয়ে আমরা আলোচনা করেছি। বিষয় হচ্ছে, এটা খুবই উত্তেজনাপূর্ণ, কেননা অনেক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি খুবই জটিল।”

যুদ্ধের মধ্যে জটিল পরিস্থিতির কারণে মিয়ানমারের বর্তমান অবস্থা রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ থেকে প্রত্যাবাসনের উপযোগী নয় বলে মনে করছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “মিয়ানমারের ভেতরে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমরা কী করতে পারছি, তা মন্ত্রীকে আমি ব্যাখ্যা করেছি; কিন্তু পরিস্থিতি বেশ জটিল। সুতরাং এটা প্রত্যাবাসনের জন্য ভালো সময় নয়।

আবারও রোহিঙ্গা ঢলের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, “সীমান্তে অনেক যুদ্ধ হচ্ছে, কিন্তু এখনো কেউ পার হয়নি। অবশ্য, আমাদের কাছে মানবিক বিষয় হলো প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিনিয়ত পরিবর্তনশীল ইস্যুতে আমি মন্তব্য করতে চাই না।”

নির্বাচন ও বর্তমান সরকারের বিষয়ে জাতিসংঘের অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে কি-না, এমন প্রশ্নে গোয়েন লুইস বলেন, “অনেক বিবৃতি দেওয়া হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়, মহাসচিব চিঠি পাঠিয়েছেন এবং জাতিসংঘের মুখপাত্রও বক্তব্য দিয়েছেন। সেগুলো জনসম্মুখে রয়েছে এবং সে বক্তব্যই বলবৎ আছে। সুতরাং আমরা বর্তমান সব ইস্যুতেই সরকারের সঙ্গে কাজ করব।” 

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশে জাতিসংঘের উন্নয়ন কর্মকাণ্ড, জলবায়ু পরিবর্তন ও এলডিসি উত্তরণের কার্যক্রমের পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হওয়ার কথা জানান গোয়েন লুইস।

রোহিঙ্গা প্রত্যাবাসন আলোচনার কথা উল্লেখ করে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “ইউক্রেন যুদ্ধ ও পরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর সেদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি বেশি নিবদ্ধ হয়েছে। রোহিঙ্গাদের জন্য আন্তুর্জাতিক সহায়তাও অর্ধেকে নেমে এসেছে।

“আমি বলেছি, রোহিঙ্গা ইস্যু যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের স্পটলাইটে থাকে। জাতিসংঘের কো-অর্ডিনেটর বলেছেন, এটি নিয়ে জেনিভায় আন্তর্জাতিক ওয়ার্কিং গ্রুপ কাজ করছে এবং এ নিয়ে বৈঠক আসন্ন।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

স্বত্ব © 2024 বিডি পোস্ট ৭১